সেনা মোতায়েনের জন্য ইসিকে আইনি নোটিশ

SHARE

695আসন্ন পৌরসভা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও সেনা মোতায়েনের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু বৃহস্পতিবার দুপুরে  এ নোটিশ পাঠান। তবে দুপুর সোয়া একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা ইসিতে পৌঁছেনি।

রেজিস্ট্রি ডাকে এই আইনি নোটিশ পাঠানো হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। এই লিগ্যাল নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ইসিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে । অন্যথায় সুপ্রিম কোর্টের হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করবেন বলে জানিয়েছেন জুনু।

আইনি নোটিশে বলা হয়, ৩০ ডিসেম্বর নির্ধারিত পৌর নির্বাচনে সকল প্রার্থীকে সমান প্রচারণার সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে সবার জন্য সমান সুযোগের (লেভেল প্লেইং ফিল্ড) ক্ষেত্র তৈরির জন্য আচরণবিধি লংঘনকারী সরকারি এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি।