‘চাই’ তৈরি করে অসহায় নারীদের কর্মসংস্থান

SHARE

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ : ‘চাই’ হচ্ছে মাছ শিকারের খাঁচা। যা তৈরি হয় বাঁশের উপকরণ দিয়ে। খাল-বিল ডোবা-নালায় পানি প্রবাহের উৎসমুখে পেতে মাছ শিকার করা হয়।