সিরিয়ায় মসজিদে বিস্ফোরণে নুসরা ফ্রন্টের ২৫ সদস্য নিহত

SHARE
siriyaসিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে একটি মসজিদে বিস্ফোরণে আল কায়েদা সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের এক নেতাসহ অন্তত ২৫ সদস্য নিহত হয়েছে।
সিরিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থার পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেন, শুক্রবার ইফতারের সময় ইদলিব প্রদেশের আরিহা শহরের একটি মসজিদে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
তিনি বলেন, মসজিদের ভেতরে বিস্ফোরণে জিহাদী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের এক নেতাসহ ২৫ সদস্য নিহত হয়েছে।
বিস্ফোরণে আরও অনেকে আহত হয়েছে- উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি কোনো পক্ষ।
সিরিয়ার রেভল্যুশনারি জেনারেল কমিশন জানায়, শুক্রবার ইফতারকে কেন্দ্র করে শতাধিক বেসামরিক নাগরিক আরিহা শহরের পশ্চিমে নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণাধীন এলাকার সালেম মসজিদে জড়ো হয়। আর তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে বলেও দাবি করেছে এই কমিশন।
প্রসঙ্গত, ইদলিব প্রদেশের আরিহা শহরটিই ছিল সিরিয়ার সরকারি বাহিনীর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। গত মে মাসে বিদ্রোহীরা সরকারি বাহিনীকে হটিয়ে এই শহরও নিজেদের নিয়ন্ত্রণে নিলে ইদলিব প্রদেশের প্রায় পুরোটাতেই বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।