পাপিয়ার রিমান্ড নামঞ্জুর

SHARE

papiyaগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

সাবেক এই সংসদ সদস্য হাইকোর্টে জামিনে থাকায় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তার রিমান্ড নামঞ্জুর করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এ মামলাটি দায়ের করে।

গত ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৯ মামলায় পাপিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চলতি বছর হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ।