জিম্বাবুয়ে সফরে ভারতের অধিনায়ক রাহানে

SHARE

rahaneসোমবার আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করল সন্দীপ পাতিল অ্যান্ড কোং৷আগামী মাসে টিম ইন্ডিয়ার জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলার কথা রয়েছে৷ ১০ জুলাই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-জিম্বাবুয়ে৷ যদিও এখনও সফরের বিস্তারিত সূচি জানায়নি বিসিসিআই৷ এই প্রথমবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অজিঙ্ক রাহানেকে৷

আগেই জানা গিয়েছিল যে জিম্বাবুয়ে সফরে দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হবে৷বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির নাম সেই তালিকায় ছিল৷ কিন্তু এদিন দেখা গেল যে শুধু ধোনি-কোহলিই নন, সুরেশ রায়না, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন অশ্বিন সহ-সাতজন সিনিয়র ক্রিকেটারকে এই সফরে পাঠানো হচ্ছে না৷সিনিয়ররা আগেই জানিয়েছিলেন যে তারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে ক্লান্ত৷তাই তাদের বিশ্রাম প্রয়োজন৷সেক্ষেত্রে মনে করা হচ্ছিল রায়না বা রোহিতই ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন৷কিন্তু রায়না-রোহিত বিশ্রাম নেওয়ায় বোর্ডের হাতে অধিনায়কের জন্য রাহানে ছাড়া আর কোনো বিকল্পই ছিল না৷

অন্যদিকে, শেষ দশ মাস ধরে দলের ডিরেক্টরের দায়িত্বে থাকা রবি শাস্ত্রীও জিম্বাবুয়ের বিমান ধরছেন না৷ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্যই তিনি যাবেন না বলে খবর৷ চলতি মাসেই বাংলাদেশের মাটিতে ২-১ সিরিজ খোওয়াতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে৷ সেই দলের আট জন ক্রিকেটারই থাকছেন না এই সিরিজে৷

১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন মনোজ তিওয়ারি৷ বাংলাদেশ সফরে প্রায় দু’বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন করেছিলেন হরভজন সিং৷ আইপিএল-এ দারুণ পারফরম্যান্সের সুবাদেই জায়গা হয়েছিল তার৷ পদ্মাপারে ভালো খেলেই ফের ওয়ানডে দলেও জায়গা হলো তার৷ মনোজ-ভাজ্জির পাশাপাশি ফিরলেন রবিন উথাপ্পা, কেদার যাদব ও কর্ণ শর্মা৷ উইকেটের পিছনে উথাপ্পাকেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে, শেষ কয়েক বছর আইপিএল-এ ভালো খেলার পুরস্কার পেলেন মণীশ পাণ্ডে ও সন্দীপ শর্মা৷ এই দু’জনেই প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেলেন তারা৷ পাণ্ডে কর্ণাটকের হয়েও শেষ এক বছর ভালো খেলেছেন৷

ভারতীয় দল: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মুরলী বিজয়, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, হরভজন সিং, অক্ষর প্যাটেল, কর্ণ শর্মা, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা ও সন্দীপ শর্মা৷