তিউনিসিয়ায় হামলায় নিহত ৩০ জনই বৃটিশ নাগরিক

SHARE

tuneshiyaaতিউনিসিয়ায় সমুদ্র সৈকতে এক অবকাশ যাপন কেন্দ্রে শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহত ৩৮ জনের মধ্যে ৩০ জনই বৃটিশ নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। বলা হচ্ছে ২০০৫ সালে লন্ডন বোমা হামলার পর সবচে বড় সন্ত্রাসবিরোধী অপারেশন শুরু করতে যাচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড।

ইতিমধ্যেই এ কাজে ছয়শো কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। এছাড়া হামলাকারী বন্দুকধারীকেও ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে। হামলাকারী একজন বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট এবং ইসলামিক স্টেট-এর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

তিউনিসিয়ার পুলিশ এখন হামলাকারীর পরিবার ও কাছের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। – বিবিসি