বিশ্রাম পেতে পারেন ধোনি-কোহলিরা

SHARE

dhoni koyliঅনেক গুঞ্জন হলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সফর নিশ্চিত করেছে ভারত। সোমবারই জিম্বাবুয়ে সফরের দল গঠনের মিটিংয়ে বসবে ভারতের নির্বাচক প্যানেল।

তবে জিম্বাবুয়ে সফরে ভারত দ্বিতীয় সারির দল পাঠানোর চিন্তা করছে  ইঙ্গিত পাওয়া গেছে। এই সিরিজে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে বিসিসিআই। সোমবার নির্বাচকরা জিম্বাবুয়ে সফরের দল ঘোষনা করবে, তার আগে ভারতীয় ক্রিকেটাঙ্গনে এই গুঞ্জন উঠেছে।

সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে ভারতীয় দলের ব্যর্থতার কারণে ধোনি-কোহলিদের বিশ্রামের বিষয়টি আলোচনায় এসেছে।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে ২-১ এ হেরে যায় ধোনি বাহিনী। গত সাত মাস যাবত একটানা আন্তর্জাতিক ক্রিকেট খেলার ধকল সামলাতে গিয়ে ক্রিকেটারদের হিমশিম খেতে হচ্ছে। আর তাই জিম্বাবুয়ের বিপক্ষে তারুণ্য নির্ভর দল গড়তে চায় নির্বাচকরা। তারই ধারাবাহিকতায় ধোনি ছাড়াও টেস্ট অধিনায়ক কোহলি এবং স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেয়া হতে পারে।

শেষতক ধোনি-কোহলিরা বিশ্রাম পেলে রোহিত শর্মা অথবা সুরেশ রায়নার মধ্যে যেকোন একজনের উপর আসতে পারে জিম্বাবুযয় সফরে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব। এর মধ্যে আইপিএল এর এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাফল্যের সাথে নেতৃত্ব দেবার কারনে রোহিতই এগিয়ে আছে। অন্যদিকে ছোট ভার্সনে রায়নার অধিানয়কত্ব পাওয়ার সম্ভাবনা বেশ কিছুদিন ধরেই আলোচিত হয়ে আসছে। আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া সিরিজে ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ফিরছেন।