
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জানান, শ্রমিকরা মসজিদের পেছনে পরিষ্কার করছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ওই ব্যাগের ভেতরে ৬টি ককটেল পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।
বোয়ালিয়া থানার পরিদর্শক মাহমুদুল হাসান জানান, ককটেলগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করার জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।