আগামি ১ জুলাই থেকে সারা দেশের সকল ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান।
তিনি বলেন, এতে ফেরি ঘাটগুলোতে যাত্রী দুর্ভোগ কমবে। টোলের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে। সেই সঙ্গে এখন থেকে নৌ-দুর্ঘটনায় কারো প্রাণহানি হলে দেড় লক্ষ টাকা নগদ সহায়তা দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের উত্তরে মেঘনা নদীতে মতলব-মুন্সিগঞ্জ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য মৃণাল কান্তি, জেলা প্রশাসক ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।