‘ভেজাল খাবার খেয়ে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে’

SHARE

manobbondhon‘ভেজাল খাদ্য পরিহার করি, ভেজালকারিদের প্রতিহত করি’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঠাকুরগাঁওয়ে খাদ্যদ্রব্যে ভেজালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ’র আয়োজনে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন হয়।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহাবুদ্দীন খান লার্জ, মহিলা কমিশনার দৌপদী দেবী আগরওয়াল, আরডিআরএস প্রোগ্রাম ম্যানেজার জিয়াউল ইসলাম, প্রকল্প ম্যানেজার মাহাফুজ আলম, আয়শা সিদ্দিকা রিয়া প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্যদ্রব্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে মানুষ হেপাটাইটিজ, কিডনি, ও লিভারের রোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। খাবারে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে আইন প্রণয়ন হলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানানো হয়।