আইওএস ৭-র পর এবার ‘ডেস্কটপ অপারেটিং সিস্টেম’ ম্যাক ওএস এক্সের নয়া ভার্সন এল বাজারে৷ অ্যাপল সংস্থার এই নতুন ভার্সনের নাম ওএস এক্স ১০.১০ ইয়োসেমিটি৷ মার্কিন টেক জায়ান্ট কোম্পানি ২ জুন সানফ্রান্সিসকোতে ‘ওর্য়াল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ (ডব্লিউডব্লিইডিসি) -এ এই প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটায় বিশ্বের সঙ্গে৷
বহু গবেষণা করার পর অ্যাপল এই ওএসের নাম দিয়েছে’ ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের’ নামানুসারে৷ গ্রাহকদের সুবিধার্থে টু ডাইমেনশানাল আইকন, ডক রয়েছে এতে৷ ফ্রেন্ডলি ইউজারটেকনলজিতে ‘ডে ভিউ’ নোটিফিকেশন যোগ করা হয়েছে৷ আইওএসের নোটিফিকেশন সেন্টারের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে ইয়োসেমিটির নোটিফিকেশন সেন্টারের৷ রয়েছে কন্টিনিউটি ফিটারও৷ সার্চ অপশনটি স্ক্রিনের একদম মাঝখানে থাকবে৷ তথ্য খুঁজতে যাতে বেশি কষ্ট করতে না হয় তার জন্য সার্চের সাজেশন দেবে স্পটলাইট৷
এছাড়া, সাফারি ওয়েব ব্রাউজারেও আধুনিক জিডাইনের ছোঁয়া লেগেছে৷ তবে, অ্যাড্রেস বারেই থাকছে ফেভারিট বার৷ আপনার একই ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশনের কাজ থাকলে ডেস্কটপের সঙ্গে মোবাইল ডিভাইসেও কাজ করতে পারবেন ইয়োসেমিটি থেকে৷ আর ম্যাক, আইওএস এবং উইন্ডোজের মধ্যে ফাইল শেয়ারিংয়ের জন্য আইক্লাউড ড্রাইভও রয়েছে৷ এছাড়াও আইওএস ডিভাইসের কাছাকাছি থাকলেই টের পেয়ে যাবে ইয়োসেমিটি৷ উভয়ের মধ্যে কানেক্ট করতে আপনাকে কিছু করতে হবে না৷ আপনে আপ ডিভাইসটির সঙ্গে জুড়ে যাবে৷ অ্যাপলের এই নতুন বিটা ভার্সন বাজারে বেশ সাড়া ফেলবে বলে মনে করছে অ্যাপ ডেভেলপাররা৷