চলতি জানুয়ারি মাস থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবেন তারা।
আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় ১২টি কর্মচারী সংগঠন ও দপ্তর ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ নেন। পরে জোটের মূখ্য সমন্বয় ওয়ারেছ আলী কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, এই জানুয়ারি মাসেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সব জেলার প্রেসক্লাবের সামনে জেলা পর্যায়ে প্রতিকী অনশন কর্মসূচি পালিত হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সভাপতি লুৎফর রহমান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ ১৭-২০ গ্রেড কর্মচারী সমিতির সভাপতি রফিকুল আলম, বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আহবায়ক সালজার রহমান, আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন চেয়ারম্যান সেলিম মিয়া, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির আহবায়ক ইছাহাক কবির, পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি একেএম নূরুজ্জামান, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল হোসেন প্রমুখ।




