৩-৫ কোটি ব্যারেল তেল আমেরিকাকে হস্তান্তর করবে ভেনেজুয়েলা: ট্রাম্প

SHARE

ভেনেজুয়েলা ৩০ থেকে ৫০ মিলিয়ন বা ৩ থেকে ৫ কোটি ব্যারেল অনুমোদিত তেল মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে। বিক্রি থেকে পাওয়া অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন, যাতে তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র-উভয় দেশের জনগণের কল্যাণে ব্যবহার করা যায়।

তিনি আরও জানান, এ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য জ্বালানি সচিব ক্রিস রাইটকে তাৎক্ষণিক নির্দেশ দেয়া হয়েছে। স্টোরেজ জাহাজের মাধ্যমে তেল পরিবহন করা হবে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের আনলোডিং ডকে তা আনা হবে।

এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।