গাজীপুর সদর এলাকায় মহাসড়ক সংলগ্ন স্থানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে এই মিছিল চলাকালে পুলিশি অভিযানে অন্তত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হঠাৎ করে গাজীপুর সদর এলাকার মহাসড়কের পাশে জড়ো হয় ছাত্রলীগের একদল নেতাকর্মী। তারা ‘নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন দলীয় স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করার সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) এক কর্মকর্তা জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতরা থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




