সালমান খানকে নিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

SHARE

বলিউড তারকাদের প্রতি পাকিস্তানি শিল্পীদের ভালোলাগা বা মুগ্ধতা প্রকাশের বিষয়টি নতুন কিছু নয়। এর আগে হানিয়া আমিরকে দেখা গিয়েছিল শাহরুখ খানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে, আবার কেউ কেউ মুগ্ধতা জানিয়েছেন রেখার চিরযৌবনা সৌন্দর্যে। এবার সেই তালিকায় নতুন করে যোগ দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সালমান খানের একটি ফ্যান-মেড ভিডিও শেয়ার করেছেন সজল। ভিডিওর ক্যাপশনে কোনো দীর্ঘ বাক্য নয়, সজল আলি কেবল লিখেছেন, ‘আমার হৃদয়।’ সালমানের প্রতি সজলের এই ভালোবাসাকে দারুণ ইতিবাচকভাবে দেখছেন ভক্তরা।

প্রসঙ্গত, সজল আলি কেবল পাকিস্তানের পর্দা নয়, বলিউডেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘মম’ এ শ্রীদেবীর সৎ মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

বর্তমানে সজল তার ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। ২০২৫ সালে হামজা সোহেলের বিপরীতে তার অভিনীত ‘দিল ওয়ালি গলি মে’ নাটকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল।

এছাড়া ২০২৬ সালে জনপ্রিয় চ্যানেল ‘হাম টিভি’তে আসতে যাচ্ছে তার নতুন প্রজেক্ট ‘জানজেরিন’। এতে তার সঙ্গে থাকছেন আমির জিলানি ও দানিয়াল জাফরের মতো একঝাঁক তারকা।