কথার ফুলঝুরিতে রাষ্ট্র চলে না, পরিকল্পনা লাগে

SHARE

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার বিশদ পরিকল্পনা শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ট্র্যাক রেকর্ড আমরা অতীতে দেখেছি। তাদের কাছে কোনো পরিকল্পনা নেই। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না।
জনগণের খাবার ও অর্থের সংস্থান হয় না। এসব কিছুর জন্য পরিকল্পনা লাগে। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে, কীভাবে আমরা দেশ পরিচালনা করব, তাদের সমস্যাগুলো সমাধান করব। পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়।
দেশকে এগিয়ে নেওয়ার বিশদ পরিকল্পনা শুধু বিএনপিরই আছে, আর কোনো দলের নেই।

গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন।

এ সময় দেশের দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, নারীশিক্ষার বিস্তার, ক্রীড়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূর, তরুণদের প্রশিক্ষণ, শিল্প খাতের প্রসার, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিএনপির পরিকল্পনাগুলোর বিস্তারিত ব্যাখ্যা করে নেতা-কর্মীদের তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় (যেমন তালপট্টির অধিকার প্রতিষ্ঠা ও পানির ন্যায্য হিস্সা আদায়) বিএনপির সুস্পষ্ট ও সফল ট্র্যাক রেকর্ড রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনবাজি রেখে ভারতকে তাড়িয়ে বাংলাদেশেরই অংশ তালপট্টি দ্বীপ নিয়ন্ত্রণ নিয়েছিলেন। পানির ন্যায্য হিসাব পাওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে গিয়েছে একমাত্র বিএনপি। তারও আগে ১৯৭৫ সালে সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান শাসনভার গ্রহণ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলুপ্ত হয়ে যেত।

বিএনপি দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বারবার মুক্ত করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির আমলে দুর্নীতির সূচক কমতে থাকে। প্রতিবার বিএনপির সরকার দুর্নীতির লাগাম টেনে ধরেছে।

তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে কাজ করেছে এবং বেগম খালেদা জিয়ার ২০০১-২০০৬ সালের শাসনামলে ধীরে ধীরে দেশকে দুর্নীতির ‘তকমা’ থেকে বের করে আনা হয়। তিনি দুর্নীতি প্রতিরোধে ‘দুর্নীতি দমন কমিশন’ গঠন করেছিলেন। তখন সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে অনুমতি লাগত না। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই আইন পাল্টে ফেলে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব নিয়ম পাল্টে ফেলা হবে। দেশের নারী সমাজকে স্বাবলম্বী করার ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মূল জনসংখ্যার অর্ধেক নারী। তাদের কেন ঘরের মধ্যে রেখে দেব? বিএনপি ক্ষমতায় এলে প্রায় চার কোটি পরিবারের নারীপ্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তাদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ। যে পারিবারের প্রধান নারী রয়েছেন, তাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সমাজের দুস্থ কিংবা পিছিয়ে পড়া নারীরা আগে এই কার্ড পাবেন। এর মাধ্যমে স্বাবলম্বী মা হিসেবে নারীরা নিজেদের গড়ে তুলতে সক্ষম হবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এ ব্যাপারে কঠোর হতে হবে। অন্যায় যে করে, সে কোনো দলের হতে পারে না, সে অন্যায়কারী। অতীতে দলের কেউ অন্যায় করলে বিএনপি দলীয়ভাবে নয়, আইন দিয়ে বিচার করেছে। ভবিষ্যতেও সেটাই করবে। দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ব্যক্তি বড় নয়, যেহেতু এটা দলীয় কর্মসূচি, তাই সবার আগে দলকে নিয়ে আসতে হবে। দল যদি টিকে থাকে, বাংলাদেশের মানুষের সমর্থন যদি এই দলের পক্ষে থাকে তাহলেই আমরা দেশ গড়ার কর্মসূচিগুলো সফল করতে পারব।

তিনি বলেন, দেশের মানুষের সমর্থন পেতে হলে, যার যার এলাকায় টিম করে দুয়ারে দুয়ারে যেতে হবে। দেশ গড়ার পরিকল্পনাগুলো লিফলেট আকারে যে যত কপি পারেন ছাপিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের আজকে প্রতিজ্ঞা, আমাদের আজকের কর্মপন্থা হলো এই পরিকল্পনাগুলোর সঙ্গেই আমরা দেশের জনগণকে সম্পৃক্ত করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের কাছে গিয়ে তথ্যপ্রমাণ দিয়ে বলতে হবে আমার দল বিএনপি অতীতে দুর্নীতি দমন, দেশে খাদ্য উৎপাদন, মেয়েদের শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান তৈরি ও ইন্টারনেট সুবিধা দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার করা। কাজেই দেশের কল্যাণে যদি কিছু করতেই হয়, তবে বিএনপিই করতে পারবে। মানুষকে বলতে হবে, ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন ও সহযোগিতা থাকে তবে বিএনপি আপনাদের কল্যাণে কাজ করবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, দেশ গড়ার পরিকল্পনাগুলোর প্রতিটি বাক্য জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মা বোন, তরুণ প্রজন্ম, ইমাম, মুয়াজ্জিন সবাইকে জানাতে হবে। আমাদের হাতে কোনো জাদু নেই, জনগণ সেটা জানে। জনগণ দেখতে চায় বিএনপি করতে চায় কি না, করবে কি না। দেশ গড়ার পরিকল্পনাগুলো যদি ৪০ ভাগও আমরা বাস্তবায়ন করতে পারি তবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে। কাজেই আর বসে থাকার সময় নেই।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা-কর্মী মনে রাখবেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু নির্ভর করছে বিএনপির ওপর। আমারা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, দেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারব। যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, এ দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে। কাজেই ঘরে বসে থাকার বিন্দুমাত্র সময় নেই। সবাইকে সজাগ হতে হবে। মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হোক আমাদের দেশ গড়ার শপথ।’ ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থামা উচিত নয় : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। ন্যায়সংগত প্রতিবাদের বিজয় অনিবার্য। তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল এক পোস্টে বলেন, ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই বছরের প্রতিপাদ্য সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। একই সঙ্গে বাংলাদেশসহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের দেশ দীর্ঘ দেড় দশক ফ্যাসিবাদী দুঃশাসনের কালো অধ্যায় পার করেছে। তখন মানবাধিকার সমাধি, গণতন্ত্রকে নিশ্চিহ্ন ও রাষ্ট্রব্যবস্থাকে নেওয়া হয়েছিল হাতের মুঠোয়। এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোন না কেন, মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেছেন। গতরাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত শতাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করেন তিনি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বক্তব্যের শেষ পর্যায়ে মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমির কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ছিলেন।

বৈঠকে সামরিক বাহিনীর ১০১ জন অবসরপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তিনি বলেন, নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রামে যারা নির্দয় ক্ষমতাসীন গোষ্ঠীর নির্মম নিপীড়নে জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। যারা এখনো নির্যাতিত ও নিপীড়িত, তাদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা।

আজ আমরা এক নতুন যাত্রায় আছি উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, দারিদ্র্য আজ বিশ্বের সবচেয়ে গুরুতর মানবাধিকার চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। মানবাধিকার প্রতিষ্ঠায় দারিদ্র্য দূরীকরণ একটি অর্জনযোগ্য লক্ষ্য।

তারেক রহমান বলেন, মানবাধিকার কোনো বিশেষ দিনের বিষয় নয়, এটি প্রতিদিনের মানবাধিকার হরণের প্রতি লক্ষ্য রাখা ও প্রতিকারের উদ্যোগ গ্রহণ করা।

তারেক রহমান বলেন, দেশের আপামর জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি ও মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে যে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলেন, তা এক চরম মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কজনক অধ্যায়। এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। ন্যায়সংগত প্রতিবাদের বিজয় অনিবার্য। বর্তমানে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি। তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশের মানুষ মানবাধিকার রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ। মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবার এগিয়ে আসতে হবে, জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।