পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার গভীর রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি ছোড়াছুঁড়ির ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছে, যদিও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালায়। অন্যদিকে পাকিস্তান বলছে, উস্কানি ছাড়াই আফগান সেনারা চামান সীমান্তপথে প্রথমে গুলি ছুড়েছে।
পাকিস্তানি প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে জানান, দেশটির নিরাপত্তা বাহিনী সচেতন অবস্থায় রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা ও নাগরিক সুরক্ষায় তারা অটল।
মাত্র দুই দিন আগে সৌদি আরবে দুই দেশের শান্তি আলোচনা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। আলোচনায় যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও তার অল্প সময়ের মধ্যেই আবারও সংঘর্ষ শুরু হলো।
এর আগেও গত অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি লড়াই হয়েছিল, যা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থেমে যায়। কিছুদিন শান্ত পরিবেশ বিরাজ করলেও নতুন বৈঠকের দুই দিনের মাথায় আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ভেতরে আত্মঘাতী ও সশস্ত্র হামলার সংখ্যা বেড়েছে। ইসলামাবাদ দাবি করছে, এসব হামলার পেছনে আফগান নাগরিকরা এবং তাদের সঙ্গে আফগানিস্তানের কিছু গোষ্ঠীর সমর্থন রয়েছে। তবে কাবুল এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।




