৫ গোলের ম্যাচে ১ গোল দিয়েই জিতল বায়ার্ন

SHARE

চলতি মৌসুমে হ্যারি কেইনের ২৫তম গোল আর প্রতিপক্ষের দুই আত্মঘাতী গোলে অল্পের জন্য রক্ষা বায়ার্ন মিউনিখের। ডিএফবি পোকাল তথা জার্মান কাপে ইউনিয়ন বার্লিনকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাভারিয়ানরা।

ম্যাচে গোল হয়েছে সব মিলিয়ে ৫টি। এর মধ্যে চারটিতেই অবদান ইউনিয়ন বার্লিনের। বায়ার্নের জালে দুটি গোল করার পাশাপাশি নিজেদের জালেও করেছে সমানসংখ্যক গোল।

শুরু থেকেই ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় বায়ার্ন। প্রথম গোলের অপেক্ষাটাও দীর্ঘ হয়নি। ১২তম মিনিটেই জোশুয়া কিমিখের কর্নার ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই পাঠান ইউনিয়ন ফরোয়ার্ড ইলিয়াস আনসাহ।

মাঝামাঝি সময়ে আসে বায়ার্নের দ্বিতীয় গোল। কিমিখের নিঁখুত কর্নারে দারুণ এক গ্লান্সিং হেডে দলের ব্যবধান বাড়ান হ্যারি কেইন। চলতি মৌসুমের প্রতিটি রাউন্ডে পোকালে গোল করলেন ইংল্যান্ড অধিনায়ক।

হাফটাইমের আগমুহূর্তে ম্যাচে ফিরে আসার সুযোগ পায় ইউনিয়ন। জোনাথন টাহর হাতে বল লাগায় ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে স্কোরলাইন ২-১ করেন লিওপোল্ড কুয়ারফেল্ড।

কিন্তু বিরতির আগেই আবারো গোল ব্যবধান বাড়ায় বায়ার্ন। এবারও প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে। মাইকেল অলিসের ক্রসে বায়ার্নের কেউ পৌঁছানোর আগে ডিয়োগো লেইটে বল নিজেদের জালেই ঢুকিয়ে দেন। মধ্য বিরতিতে বায়ার্ন ৩-১।

বিরতির পর মাত্র পাঁচ মিনিটেই নতুন বিপদে পড়ে অতিথিরা। বক্সের ভেতরে ফাউল করে বসেন হ্যারি কেইন! দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় ইউনিয়ন। কুয়ারফেল্ড আবারও নিখুঁত শটে ব্যবধান কমান ৩-২-এ। এরপর পুরো ম্যাচজুড়ে আক্রমণে আগ্রাসী ইউনিয়ন বার্লিন। লুইস দিয়াসের একটি গোল অফসাইডে বাতিল হয়, শেষদিকে হ্যাটট্রিকের সুযোগ পান কুয়ারফেল্ডও—কিন্তু কাছ থেকে তার হেড বাইরে গেলে রক্ষা পেয়ে যায় বায়ার্ন। গোল ব্যবধান শেষ পর্যন্ত ৩-২ থাকলেও বায়ার্নের একমাত্র স্কোরার হ্যারি কেইন।