প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলমান ঊর্ধ্বমুখী ধারা নভেম্বরে আরও সুস্পষ্ট হয়েছে। চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫১ কোটি ডলার।
বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে নভেম্বর মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছর শুধুমাত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে একবারই মাসিক রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
বিশ্লেষকদের মতে, বৈধ পথে টাকা পাঠাতে বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকা রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৩৫ কোটি ডলার।
প্রতি ডলার ১২২ টাকা হিসেবে পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা। সে হিসেবে দৈনিক গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৯ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৮৪ কোটি ডলার।




