মাঠ পর্যায়ের ভূমিসেবায় কর্মকর্তা ভিত্তিক শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সোমবার (২৪ নভেম্বর) তেজগাঁওস্থ ভূমি ভবনে নামজারি সিস্টেমের অটোমেটেড ভার্সন ২.১ সারাদেশে একযোগে চালুকরণ ও ভূমিসেবা মোবাইল অ্যাপ এর উদ্বোধন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিসেবায় কর্মকর্তা- কর্মচারী ভিত্তিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।




