চিত্রনায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা যায় তার ফেসবুক পোস্ট থেকে।
যুক্তরাষ্ট্রে মাহি অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফের বাসায়। সম্প্রতি তিনি অতিথি হয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খানের অনুষ্ঠানে। ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে মাহি তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন।
সেখানেই জানালেন তিনি কোথায় থাকেন।
খাবারের রুচি নিয়ে প্রশ্ন করা হলে মাহি বলেন, ‘আমার ভাত আর শুঁটকি ভর্তা খুব পছন্দ। এটা আমার প্রিয় খাবার। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।’
জায়েদ খানের প্রশ্ন, ‘আমেরিকায় থেকে বাংলা খাবার মিস করছেন কি?’
এর উত্তরে মাহি হেসে বলেন, ‘না, একদমই না।
কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।’
শোটির পুরো পর্বটি ধারণ করা হয়েছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার, ২১ নভেম্বর রাত ৮টায় পর্বটি প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।




