শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার কাছে একটি ট্রাকে আগুন ও পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিলের ঘটনাও ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে ২০০ থেকে ৩০০ জনের একটি দল পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়েতে মিছিল বের করে। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়েন। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং একজন পুলিশ সদস্য আহত হন। পরে তারা এক্সপ্রেসওয়ে থেকে পাশের তস্তারকান্দি এলাকায় গিয়ে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক পাহাড়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন স্থানীয় নেতাকে মিছিলের নেতৃত্বে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসূল বলেন, ভোরে একদল দুর্বৃত্ত এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের নিবৃত্ত করতে গেলে তারা পুলিশের গাড়িতে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে একজন পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে তারা একটি ট্রাকে আগুন দেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, দুর্বৃত্তরা কোন দলের বা তারা কারা, তা আমরা এখনো জানতে পারিনি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




