অনলাইন ডেস্কঃ মঙ্গলবার সকালে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ধর্মেন্দ্রর মৃত্যু সংক্রান্ত খবর প্রকাশিত হয়, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস এবং জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর বলা হয়। খবরটি প্রকাশের পর, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং জনপ্রিয় চিত্রনাট্যকার জাবেদ আখতার সামাজিক মাধ্যমের মাধ্যমে শোক প্রকাশ করেন।
তবে, ধর্মেন্দ্রর মেয়ে এশা দেওল এই খবরটি গুজব বলে দাবি করেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, “বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন। মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”
এশা দেওল আরও বলেন, “পিতার শ্বাসকষ্টের সমস্যা ছিল, এবং তিনি কিছু দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে, তাঁর অবস্থার উন্নতি হয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
ধর্মেন্দ্র এক সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সকাল থেকে অভিনেতার শ্বাসকষ্ট আরও বেড়ে গিয়েছিল, এবং তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এদিকে, সোমবার রাতেই ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে জানানো হয় যে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তাঁকে শুধুমাত্র রুটিন চেকআপ ও চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
ধর্মেন্দ্রর মৃত্যু সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ার পর, এশা দেওল তার পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে জানান যে, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।




