মুশফিকের অন্য রকম সেঞ্চুরি সবাই মিলে উদযাপন করতে চান শান্ত

SHARE

টেস্ট ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। তবে এবার অন্য রকম এক সেঞ্চুরির সামনে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দীর্ঘ সংস্করণে শততম ম্যাচ খেলবেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজেই রেকর্ডটি গড়বেন মুশফিক।
আগামীকাল সিলেটে ৯৯তম টেস্ট খেলতে নামবেন সাবেক অধিনায়ক। সতীর্থর এমন স্মরণীয় মুহূর্তটা সবাই মিলে উদযাপন করতে চান বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ এমনি জানিয়েছেন শান্ত। টেস্ট অধিনায়ক বলেছেন, ‘খুবই এক্সাইটেড।
আমি ব্যক্তিগতভাবে এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, উপভোগ করতে চাই সবাই মিলে একসঙ্গে।’

আগামী ১৯ নভেম্বর মিরপুরে শততম টেস্ট খেলবেন মুশফিক। সেই টেস্ট উইকেটরক্ষক-ব্যাটার ফিট থেকেই কীর্তি গড়বেন বলে আশাবাদী শান্ত। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘বিশেষ করে একশতমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারেন, তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং এবং পুরো পাঁচটা দিন খুব ভালোভাবে উপভোগ করতে চাই।
খুবই আশাবাদী ইনশাআল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন।’

মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে পাওয়াটা দারুণ জানিয়ে শান্ত বলেছেন, ‘কালকে ইনশাআল্লাহ ৯৯তম হবে। উনি ড্রেসিংরুমে থাকা সব সময় আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ টেস্ট ক্রিকেটে অবশ্যই আমরা সব সময় অভিজ্ঞতাকে প্রাধান্য দিই। উনার এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক সাহায্য করে।
উনার অভিজ্ঞতা, ক্রাঞ্চ মোমেন্টে কিভাবে ওই চাপ সামলে নেন, এই বিষয়গুলো সবসময় আলোচনা হয়।’