দেশের স্বর্ণ বাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা
বাজুস আরো জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদ অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে আজ (৩০ সেপ্টেম্বর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।