এশিয়া কাপের প্রাথমিক দলে আছেন সৌম্য-শান্ত

SHARE

এক মাস পর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই লক্ষ্যে একটা প্রাথমিক স্কোয়াডও ইতিমধ্যে সাজিয়েছে বিসিবি। ২৫ জনের তালিকায় আছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সুযোগ না পাওয়া সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তদের মতো তারকারা।
এ ছাড়া আজ বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পাওয়া ৫ ক্রিকেটারও আছেন। তারা হচ্ছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ ও নাঈম শেখ।

প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে আগামী বুধবার মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প শুরু হবে। আর আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।
এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ আগস্ট সিলেটে যাবে বাংলাদেশ দল। এ জন্য ক্রিকেটারদের রিপোর্ট করতে বলেছে বিসিবি।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ডাচদের বিপক্ষে প্রস্তুতি সারবে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের সূচি অবশ্য এখনো প্রকাশিত হয়নি। সব ম্যাচ সিলেটে হবে।

এশিয়া কাপের প্রাথমিক দল :

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।