ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো ৬২ ফিলিস্তিনি নিহত

SHARE

ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় শনিবার ভোর থেকে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়েছিলেন বলে আল জাজিরার কাছে গাজা উপত্যকার হাসপাতাল সূত্র জানিয়েছে।

নিহতদের মধ্যে ৩৮ জনই বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই সংস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে এবং তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে।

ইসরায়েল গত সপ্তাহে ঘোষণা করেছিল যে তারা কিছু এলাকায় ‘সাময়িক যুদ্ধবিরতি’ বা ‘ট্যাকটিক্যাল পজ’ কার্যকর করবে যাতে ফিলিস্তিনিরা সহজে মানবিক সহায়তা পেতে পারে। কিন্তু বাস্তবে এর বিপরীত চিত্রই দেখা যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মতে, শুধুমাত্র বুধবার ও বৃহস্পতিবারেই খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে (অক্টোবর ২০২৩) এখন পর্যন্ত খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে মোট ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের দপ্তর।

এছাড়াও গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টি ও অনাহারে ১৬৯ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৯৩ জন শিশু, মারা গেছে। এসব ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মানবিক সংকট আরো ঘনীভূত হয়েছে।