চলতি বছরের জুনে অনুষ্ঠেয় নেটো সম্মেলনের আগেই প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয় করার লক্ষ্যে সব নেটো সদস্য দেশ সম্মত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বৃহস্পতিবার (১৫ মে) ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।
রুবিও বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, ছয় সপ্তাহ পর আমরা এমন এক সম্মেলনের দিকে যাচ্ছি যেখানে প্রায় প্রতিটি নেটো সদস্যই ২ শতাংশ বা তার বেশি ব্যয় করছে। সদস্যদের অনেকেই ৪ শতাংশ এর বেশি ব্যয় করছে।
তবে আগামী দশকের মধ্যে সবাই ৫ শতাংশ লক্ষ্যে পৌঁছাতে সম্মত হতে যাচ্ছি।’
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ সালে তার প্রথম মেয়াদের শেষ দিকে নেটোতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় কমিয়ে দেন। এছাড়া তিনি বারবার অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র নেটোর জন্য অতিরিক্ত ব্যয় করছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের এই দাবিকে সমর্থন জানিয়েছে বার্লিন।
নেটো সদস্যদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জার্মানি চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছিল, ২০২৪ সালে নেটোর ২ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে তারা।
এ বছর নেটোর শীর্ষ সম্মেলন আগামী ২৪ ও ২৫ জুন নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে।