দেশের জন্য আইপিএল প্লে-অফে খেলবেন না জস বাটলার

SHARE

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার গুজরাট টাইটানসের হয়ে ইন্ডিয়ান প্রমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ পর্বে অংশ নেবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পাওয়া পাঁচজন খেলোয়াড় এবার খেলছেন আইপিএলে। ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএলের পরিবর্তিত সূচিতে টুর্নামেন্টের প্লে-অফ পর্বের তারিখ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সঙ্গে মিলে গেছে।

যুদ্ধবিরতির পর শনিবার থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল। প্লে-অফ শুরু হবে ২৯ মে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।

বাটলার গুজরাট টাইটানসের হয়ে গ্রুপ পর্বের শেষ পর্যন্ত খেলবেন এবং এরপর দেশে ফিরে ২৯ মে জাতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেবেন।

প্লে-অফে জায়গা করে নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা অপর দুই ইংলিশ অলরাউন্ডার জ্যাকব বেটেল ও উইল জ্যাকসও বাটলারের মতো সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।

ইংল্যান্ডের ওয়ানডে দলে থাকা অপর দুই ক্রিকেটার জোফরা আর্চার ও জেমি ওভারটনের আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা প্লে-অফে পৌঁছাতে না পারায় এই মৌসুমে আর ভারতে ফিরছেন না তারা।

আইপিএলের শীর্ষে থাকা গুজরাট টাইটানস তাদের শেষ তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বাটলারের পরিবর্তে শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে টাইটানস।

এই মৌসুমে পিএসএলের কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলা এই শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফ্র্যাঞ্চাইজি বদলে প্রথমবারের মতো আইপিএলে যোগ দিচ্ছেন।