ডিবি থেকে রেজাউল করিমকে সরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মডেল মেঘনা আলমকে আটক করার কারণে ডিবি প্রধানকে সরানো হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধানকে সরানো হয়নি। এটা একটি নরমাল প্রসেস।
উনি হয়তো অসুস্থ আছেন বা অন্য কোনো কারণে।’

গত ১৩ এপ্রিল ডিএমপি কমিশনারের দপ্তর থেকে জারি করা এক আদেশে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে রেজাউল করিম মল্লিককে। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।