রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে লুট হওয়া উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এই ঘটনায় লুট হওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আজ শনিবার দুপুর সোয়া ১২টর দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ২৪ ফেব্রুয়ারি বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে নিজ বাড়ির সামনে গুলি করে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।