আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশের যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে লড়াই দিয়ে। এই ম্যাচ ঘিরে উন্মাদনা বলতে গেলে আকাশছোঁয়া। সম্প্রতি ভারত বাংলাদেশের রাজনৈতিক বৈরীতাও এই ম্যাচ ঘিরে আগ্রহের অন্যতম কারণ। আজকের ম্যাচে নজর থাকবে দেশের আপামর জনসাধারণের।
শোবিজ অঙ্গনেও সেই উত্তাপ লক্ষ্য করা গেছে। তারকারাও অপেক্ষায় আছেন মাঠে বল গড়ানোর।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ বিকেল ৩টায় দুবাইয়ের মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে প্রত্যাশা জানালেন উপস্থাপক ও অভিনেত্রী নীল হুরেরজাহান।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি দারুণ একটা আয়োজন। আট বছর পর হচ্ছে। ফলে এটার জন্য আলাদা এক্সাইটমেন্ট অনুভব করছি। অনেক সময় এটাকে বিশ্বকাপের চেয়েও এগিয়ে রাখা হয়।
কারণ বিশ্বকাপে অনেক দল থাকে, আর এখানে শুধু বাছাইকৃত আটটি দলের হাড্ডাহাড্ডি লড়াই। ফলে এখানে প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ।’
ম্যাচ নিয়ে উন্মাদনা রয়েছে তারও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে অনেক এক্সাইটেড আমি। আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যেমন উত্তেজনা বিরাজ করত, এখন সেটা বাংলাদেশ-ভারত হয়ে গেছে।
যদিও আমাদের ক্যালিভারের দিক থেকে কিছু সমস্যা আছে। গত কয়েক বছরে অনেক মিশ্র অভিজ্ঞতা হয়েছে। কখনো ভালো করেছে দল, কখনো একেবারে আশাহত হয়েছে ভক্তরা। বাংলাদেশও আনপ্রেডিক্টেবল দল হয়ে গেছে।’
টাইগারদের প্রতি শুভকামনা জানিয়ে হুরেরজাহান বলেন, ‘দলের জন্য বরাবরের মতোই শুভকামনা থাকবে। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। তাদের খেলা আমারও ভালো লাগে। দারুণ সব প্লেয়ার আছে। তবু চাইব, ভারতকে হারাতে পারলে সেটা আমাদের জন্য হবে বড় প্রাপ্তি। এখন তো দলে অনেক পরিবর্তন এসেছে। এটা যেন ভালোর জন্যই হয়, তাই চাই। মাহমুদুল্লাহ, মুশফিক, তাসকিন, মোস্তাফিজ, মিরাজদের পাশাপাশি নতুনরা যেন ভালো পারফরম করেন। সিনিয়র-জুনিয়র ভারসাম্য রেখে খেললে আমরা জিততে পারি।’
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। ওয়ানডেতে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে মোট ৪১ বার। ৩২ জয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৮ ম্যাচে। একটি ম্যাচে শুধু ফলাফল আসেনি।