কয়েক দিনের মধ্যেই জার্মানির মিউনিখ শহরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে ফেডারেল নির্বাচন। এমন সময় সাধারণ মানুষের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটল। এতে অন্তত ২৮ জন আহত হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক আফগান আশ্রয়প্রার্থীকে এরই মধ্যে আটক করা হয়েছে।
এদিকে এটি কি নিছক দুর্ঘটনা, নাকি হামলা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মিউনিখ শহরের কেন্দ্রীয় চত্বরে বৃহস্পতিবার আন্দোলনরত শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে গাড়ি চালিয়ে দেন চালক। তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।
২৪ বছর বয়সী আফগান আশ্রয়প্রার্থীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিউনিখ পুলিশের উপপ্রধান ক্রিস্টিয়ান হ্যুবার।
বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোয়েডার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাটি ‘ভয়ানক’ এবং ‘দেখে মনে হচ্ছে যে এটি একটি হামলা’।
ঘটনাস্থলে চশমা, জুতা, চেয়ারসহ নানা জিনিস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এলেক্সা গ্রিফের মনে হয়েছে, চালক ‘ইচ্ছাকৃতভাবে’ ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি আশা করছি, এ রকম কিছু এবারই শেষবারের মতো দেখলাম।’