মোস্তাফিজের পেসে কাঁপছে আফগানরা

SHARE

বোলিংয়ে এসেই সফলতা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তার বোলিংয়ে কাঁপছে আফগানিস্তান। নিজের প্রথম ওভারে রহমতকে ফেরানোর পর দ্বিতীয় ওভারে আরও দুটি উইকেট নিলেন মোস্তাফিজ। শিকার করেন একে একে সেদিকউল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইকে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া আফগানিস্তানের শুরুটা ভাল হয়নি। তাসকিন আহমেদ ফেরান রহমানউল্লাহ গুরবাজকে।

১৫ ওভার শেষে ৪ উইকেটে ৫৭ রান তুলেছে আফগানিস্তান। হাসমতুল্লাহ শহিদি ২০ বলে ১২ রান ও গুলবদিন নাইব ২২ বলে ১৪ রানে অপারিজত রয়েছে।

উল্লেখ্য, দুদলের ১৬বারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে বাংলাদেশ। তাদের ১০ জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে ৬ ম্যাচে। যেখানে ঘরের মাঠে তিন সিরিজ খেলে আফগানদের হারিয়েছে দুটিতেই। তবে ২০২৩ সালে ২-১ ব্যবধানে হারতে হয়েছিলো টাইগারদের। এর আগে এই মাঠে ৬ ম্যাচ খেলে জয় নেই একটিতেও। এমনকি টি-২০ ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।