প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় বহিঃসম্পর্ক পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে তেজগাঁও কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। এসময় ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে আন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত বলে জানান উচ্চপদস্থ কর্মকর্তারা।
পাম্পালোনি বলেন, সংস্কারের জন্য তহবিলের কোনো অভাব হবে না এবং অন্তর্বর্তী সরকারকে প্রযুক্তিগত সহায়তাও দেয়া হবে। এসময় ড. ইউনূস জানান, শ্রমিক অধিকার নিশ্চিতে তার সরকার বদ্ধপরিকর।