২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানে রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছেন।
সম্প্রতি রীতি-রেওয়াজ মেনে নিষ্ঠা ভরে করবা চৌথ পালন করেছেন এ তারকা দম্পতি। এবার তার সপ্তাহ ঘুরতেই রাঘব-পরিণীতির বাড়িতে পা রাখলেন শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। এ নিয়ে পরিণীতি ভক্তদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।
শংকরাচার্যকে নিজেদের দিল্লির বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন রাঘব-পরিনীতি। সেই ডাকে সাড়া দিয়ে আম আদমি পার্টির সংসদ সদস্যের বাড়িতে আশীর্বাদ করতে পৌঁছে গেলেন শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তা হলে কি বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই রাঘব-পরিণীতির সংসারে সুখবর?
জানা গেছে, সনাতন রীতি অনুযায়ী, তারকাদম্পতি তাদের বাড়িতে ‘পাদুকা পূজার’ আয়োজন করেছিলেন। সে জন্যই উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের ৪৬তম শংকরাচার্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও। পূজার পর শংকরাচার্যের পা ধুইয়ে আশীর্বাদও নেন রাঘব চাড্ডা। আরেকটি ছবিতে পরিণীতির কোচরে ফলপ্রসাদও দান করতে দেখা যায় শংকরাচার্যকে। বেশ কজন সাধুসন্তরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
গত সপ্তাহেই বিয়ের পর দ্বিতীয় করবা চৌথ পালন করেছেন রাঘব-পরিণীতি। রোববার দিনভর নির্জলা উপোস করে চাঁদ দেখে তবেই সংসদ সদস্য স্বামীর হাত থেকে জল পান করেছেন অভিনেত্রী। আর স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীর এহেন নিষ্ঠা ভরা আচার-রীতি দেখে যেন নতুন করে পরিণীতি চোপড়ার প্রেমে পড়েছেন রাঘব চাড্ডা। তাই প্রকাশ্যে সেসব ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে প্রেম জাহির করতেও পিছপা হননি তিনি।