একগাদা রেকর্ডের সামনে দাঁড়িয়ে অশ্বিন

SHARE

বিশাখাপত্তম টেস্টে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের অফ স্পিনার রবিচন্দন অশ্বিন। আর ৪টি উইকেট পেলে টেস্টে নবম বোলার হিসেবে ৫শ উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন অশ্বিন।
ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পর তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি টেস্টে ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন। টেস্টে ৫শ উইকেট ক্লাবে দ্বিতীয় দ্রুততম বোলারের রেকর্ডেও হাতছানি দিচ্ছে কুম্বলের সামনে।
৮৭ তম টেস্টে ৫০০ উইকেট ক্লাবের সদস্যপদ পেয়ে দ্রুততম মুরালিধরণ। তার পেছনে অনিল কুম্বলে ৫০০ উইকেট পূর্ণ করেছেন ১০৫ তম টেস্টে। বিশাখাপত্তম টেস্টে ৪ উইকেট পেলে ৯৮ টেস্টে অশ্বিন পূর্ণ করবেন ৫০০ উইকেট।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২০টি ম্যাচে ৯৩টি উইকেট নিয়েছেন অশ্বিন। দ্বিতীয় টেস্টে তিনটি উইকেট নিলেই তিনি ভারত বোলারদের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে চন্দ্রশেখরের ৯৫ উইকেটের রেকর্ড ভেঙে দিবেন।
দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নিলে অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় বোলার হিসেবে ১০০টি উইকেট নিবেন। টেস্টে ৪৯৬ উইকেটের মধ্যে দেশের মাটিতে অশ্বিনের উইকেট সংখ্যা ৩৪৩টি। ৮ উইকেট পেলে দেশের মাটিতে কুম্বলের শিকার সংখ্যাকে টপকে যাবেন অশ্বিন। দেশের মাটিতে কুম্বলে টেস্টে ৩৫০টি উইকেট নিয়েছিলেন। আট উইকেট নিলেই অশ্বিন ভেঙে দেবেন সেই রেকর্ড।
এখনও পর্যন্ত ৩৪ ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ৩ টেস্টের মধ্যে দুই ইনিংসেই যদি পাঁচ বা তার বেশি উইকেট তিনি নিতে পারেন, তাহলে কুম্বলেকে টপকে যাবেন। ভারতের হয়ে সর্বাধিক ৩৫টি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড শুধু কুম্বলের।