নির্বাচনে কেউ না এলে অপেক্ষা করা হবে না : শাহরিয়ার আলম

SHARE

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ আশা করে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু কেউ যদি অংশগ্রহণ না করে, তবে তাদের জন্য অপেক্ষা করা হবে না।

আজ রোববার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও নির্বাচন’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সম্পাদক শ্যামল দত্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বাংলাদেশের নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র একটি লম্বা যাত্রা এবং এই যাত্রায় সহযাত্রীদের মধ্যে মিল না থাকে, তবে বেশি দূর যাওয়া যায় না।
আলোচনায় অংশ নিয়ে এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু বলেন, বাংলাদেশে প্রধান দল দুটি। কিন্তু সমস্যা হয়ে যায় এক দল যদি নির্বাচন বর্জন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এটি সত্যি যে, কিছু সংসদ সদস্য ভালো করছেন না।