প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন : ডেপুটি স্পিকার

SHARE

পাবনার বেড়া উপজেলার প্রাণকেন্দ্র সিঅ্যান্ডবি (কাঁচাবাজার) মার্কেটের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুল হক টুকু এমপি।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে সিঅ্যান্ডবি কাঁচা বাজারে এ উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু তিনি বলেন, এ এলাকার ব্যবসার মান উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাই বেড়া-সাঁথিয়ার মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে আবারও ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে তাঁর এ ঋণ শোধ করবে বলে আমি মনে করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম, বেড়া পৌর মেয়র ও উপজেলা আ. লীগের সভাপতি অ্যাড. আসিফ শামস রঞ্জন, সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ প্রমূখ।