তফসিল নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি : সিইসি

SHARE

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাতে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার (১ নভেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান সিইসিসহ চার নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, তফসিলের বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে নির্বাচনকালীন মাঠ পর্যায়ে যেসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তাদের ডিসেম্বর ও জানুয়ারি সময়কালে ফ্রি ও প্রস্তুত রাখার বিষয়ে কথা হয়েছে।

দুই বড় রাজনৈতিক দলের সমঝোতার বিষয়ে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, একেবারেই সত্য কথা না। এসব নিয়ে কোনো আলোচনাই হয়নি।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ এ মুহূর্তে আছে কি না, এমন প্রশ্নে কোনো উত্তর দেননি সিইসি।
প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধান ও কর্মকর্তারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরই অংশ হিসেবে আজ সিইসি ও চার নির্বাচন কমিশনার এ সৌজন্য সাক্ষাৎ করলেন।