লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খুব বেশি একটা সংগ্রহ দাঁড় করাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তবে ছোট সংগ্রহ নিয়েই প্রতিরোধ গড়েছে বিরাট কোহলিদের দল। বোলারদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৮ রানে হারিয়েছে লোকেশ রাহুলদের।
লক্ষ্ণৌতে টস জিতে ব্যাটে নেমে স্বাগতিক বোলারদের দাপুটে বোলিংয়ে ৯ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে বেঙ্গালোর। জবাবে ব্যাটে নেমে অতিথি বোলাদের তোপে মুখে ছোট সংগ্রহ টপকাতে পড়ে ব্যর্থ হয় সুপার জায়ান্টসরা। ১০৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এ নিয়ে ৯ ম্যাচে ৫ জয়ে টেবিলের পাঁচে আসল বেঙ্গালোর। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে তিনে লক্ষ্ণৌ।
আগে ব্যাটে শুরুটা দুর্দান্ত হয়েছিল বেঙ্গালোরের। প্রথম উইকেট জুটিতে আসে ৬২ রান। ৩০ বলে ৩১ রান করেন অতিথি দলের অধিনায়ক। এরপর ধস নামে সফরকারীদের ব্যাটিং লাইনআপে। ১০৯ রানে পেপ ডু প্লেসিস ফেরার আগে আউট হন আরও ৪ ব্যাটার। ৪০ বলে ৪৪ করেন প্লেসিস। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি স্বাগতিক বোলারদের সামনে। শেষ অবধি ৯ উইকেটে ১২৬ রানের সংগ্রহ পায় বেঙ্গালোর।
লক্ষ্ণৌর হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাভীন উল হক। রবি বিশ্নুই ও অমিত মিশ্রা নেন দুটি করে উইকেট, গৌতম নেন একটি।
জবাবে ব্যাটে নেমে শুরুতেই ধস নামে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে। চ্যালেঞ্জার্স বোলারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে লোকেশ রাহুলের দল। মাত্র ৩৮ রানেই ফেরেন পাঁচ ব্যাটার। কুনাল পান্ডে ছাড়া কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। ১১ বলে ১৪ রান করেন তিনি। ৬৫ রানে মার্কোস স্টোনিস ফেরার পর ৬৬ ফেরেন গৌতম। ১৩ বলে ২৩ রান করেন গৌতম। স্টোনিস করেছেন ১৯ বলে ১৩।
এরপর ধারাবাহিক ভাবেই উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। শেষের দিকে নাভীন উল হক ও অমিত মিশ্রা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেও ১০৮ রানে গুটিয়ে যায় ইনিংস। ১৩ বলে ১৩ রান করেন নাভীন, মিশ্রা করেছেন ৩০ বলে ১৯ রান।
বেঙ্গালোর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হ্যাজেলউড ও কার্ণ শর্মা। হারশাল প্যাটেল, হাসারাঙ্গা, ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজ নেন একটি করে উইকেট।