মেয়র পদে লড়বেন কবরী

SHARE

koboriআসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য লড়তে যাচ্ছেন অভিনেত্রী কবরী। রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

কবরী বলেন, ‘আমার প্রত্যাশা, অনেক বেশি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে। আর এবারের নির্বাচনে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও করব।’

ঢাকা উত্তর থেকে মেয়র পদে লড়ছেন ব্যবসায়ী আনিসুল হক। তার প্রসঙ্গে কবরী বলেন, ‘যেসব ব্যবসায়ী রাজনীতিতে যুক্ত হন তাদের উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে। তারা রাজনীতির মাঠ ঊর্বর করার চেয়ে রাজনীতির ছত্রছায়ায় থেকে নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করেন।’

২০০৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য মনোনিত হন। নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করতে গিয়ে তৃণমূল পর্যায়ে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে দেন কবরী। বললেন, ‘তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে আমার কোনও অসুবিধা হয়নি। জনগণের সমর্থনও পেয়েছিলাম। আর এলাকার মানুষেরা ইতিবাচক লোককেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। শুধু ঢাকা নয়, সারাদেশের মানুষ আমার সম্পর্কে জানে। তাই প্রতিদ্বন্দ্বিতা করা আমার জন্য কঠিন কিছু নয়।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ হিসেবে খ্যাত এ অভিনেত্রী। আগামী ৩ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।