বাংলাদেশি ও ইরানিরা পরস্পর ভাই-ভাই

SHARE

iran bdবাংলাদেশি এবং ইরানিরা পরস্পর ভাই-ভাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্বাস ভাইঝি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

আব্বাস ভাইঝি জানান, যেহেতু দেশ দুটির মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশের আরও বেশি উন্নতি দেখতে চায় ইরান।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ইরানের রাষ্ট্রদ‍ূতকে স্বাগত জানিয়ে বলেন, ইরান এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিরাজ করছে। সেই সম্পর্ক আরও গতিশীল এবং এগিয়ে নিতে দুটি দেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে।

এ সময় মাহমুদ আলী বাংলাদেশের পক্ষ থেকে ইরানি জনগণকে শুভকামনা পৌঁছে দেওয়ার জন্য আব্বাস ভাইঝিকে আহ্বান জানান।