‘বিজয় বন্ধু’ সম্মাননা পেলেন মোস্তাফা জব্বার

SHARE

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে ‘বিজয় বন্ধু’ সম্মাননা প্রদান করেছে জাতীয় সামাজিক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডিওআরআরপি)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে মন্ত্রীকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক হিসেবে ডিওআরআরপি পরিবারের পক্ষ থেকে মন্ত্রীর হাতে রূপার থালা প্রদান করেন সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ নূরুল আমিন, নির্বাহী উপদেষ্টা মো. আজহার আলী তালুকদার।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলা ভাষাকে এগিয়ে নিতে ছাপার অক্ষরে বিজয় সফটওয়্যারের ব্যবহার আমার জীবনের অন্যতম অর্জন। প্রতি বছর বইমেলায় যখন দেখি আমার তৈরি ডিজিটাল অক্ষরে ছাপা হচ্ছে অন্যের ভাবনা, চিন্তা, তখন মনে হয় আমার আর অর্জনের কিছু বাকি নেই।

তিনি বলেন, বাংলাদেশের জন্য ভাষা আন্দোলন অস্তিত্বের এক বহিঃপ্রকাশ। এই দেশ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আমার কর্মক্ষেত্রের ভিত্তিও তাই।

অনুষ্ঠানে মন্ত্রীকে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে দীনেশচন্দ্র সেন স্মৃতি পদক পুরষ্কার দেওয়া হয়।

মন্ত্রী এসময় মোস্তাফা জব্বার দীনেশচন্দ্র সেনের জীবন সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং শিগগির পূর্ববঙ্গ গীতিকার নতুন মুদ্রণে সহযোগিতার আশ্বাস দেন।