শেখ হাসিনার নেতৃত্বে সঠিক শিক্ষানীতি নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ : নৌ-প্রতিমন্ত্রী

SHARE

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক শিক্ষানীতি নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমুল পরিবর্তন এনেছেন। মাদ্রাসায় পড়ে শিক্ষার্থীরা এখন সরকারী চাকুরী করতে পারে । অনেকে প্রশাসনের ক্যাডারেও চাকুরী করছেন। পরিবর্তন এনে এখন মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপোযুগি করা হয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের শুধু একাডেমীক শিক্ষায় শিক্ষিত হলে চলবেনা। আমাদের সমন্বিত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে দেশপ্রেমিক মানুষ হতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিরল উপজেলায় ভারাডাঙ্গী দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমীক ভবন উদ্ধোধনকালে মন্ত্রী একথা বলেন।
ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাজেদুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর আলম, উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, বিরল পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক, বিরল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভারাডাঙ্গী দাখিল মাদ্রাসার একাডেমীক ভবন নির্মিত হয়েছে।