বাংলাদেশ জানে কীভাবে ওয়ানডে খেলতে হয়: সুরেশ রায়না

SHARE
raina18কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দলকে হালকাভাবে নিচ্ছে না ভারত। বরং একদিনের ক্রিকেট ম্যাচ বাংলাদেশ এখন বেশ ভালোভাবেই খেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।
আজ মেলবোর্নে ভারতীয় দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে সুরেশ রায়না বলেন, ”বাংলাদেশ হালকাভাবে নেওয়ার দল না। অতীতে তারা ভারতের বিপক্ষে ভালো খেলেছে। বিশেষ করে তাদের কাছে আমরা ২০০৭ বিশ্বকাপে হেরেছি, এশিয়া কাপেও হেরেছি। তাদের খেলোয়াড়রা আইপিএল-এ প্রচুর ম্যাচও খেলেছে। তারা এখন জানে কীভাবে একদিনের ক্রিকেট খেলতে হয়।’
বাংলাদেশ অধিনায়ক মাশরাফির মতে ভারতের ব্যাটিং লাইনআপকে সামলানোই বড় চ্যালেঞ্জ। হুবহু না হলেও প্রায় একই কথার প্রতিধ্বনি রায়নার মুখেও, ‘ইংল্যান্ড এবং অন্যান্য দলের বিপক্ষে বাংলাদেশ ভালো ব্যাট করছে। তাই আমাদের ভালো বল করা দরকার। এটা কোয়ার্টার ফাইনাল।এখানে ভুল করার জায়গা নেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- যা-ই করি না কেন, সবই সঠিকভাবে করা দরকার।’
নকআউট পর্বের সব ম্যাচই চাপের উল্লেখ করে রায়না আরও বলেন, ‘কোয়ার্টার ফাইনালের সব খেলাই চাপের ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। গত সাড়ে চারমাস ধরে আমরা অস্ট্রেলিয়ায় থাকায় অন্য দলগুলোর চেয়ে কন্ডিশনের সঙ্গেও একটু বেশিই অভ্যস্ত। এখন শুধু ভালো করে খেলা দরকার।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া