মালিতে শান্তিরক্ষী বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ২

SHARE

মালির উত্তরাঞ্চলে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই ডাচ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবারের এ ঘটনাকে নেদারল্যান্ডের সামরিক বাহিনী দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

নগরীর বিমানবন্দর সূত্র এএফপিকে জানায়, জাতিসংঘের এমআইএনইউএসএমএ মিশনের হেলিকপ্টারটি গাও থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। পরে শীর্ষ ডাচ প্রতিরক্ষা কমান্ডার জেনারেল টম মিডেনড্রোপ হেগে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার সত্যতা নিশ্চত করেন।

মিডেনড্রোপ বলেন, গ্রিনিচ মান সময় বিকাল প্রায় ১৩০০টায় মালিতে বিধ্বস্ত হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় ৩০ বছর বয়সী এক ক্যাপ্টেন ও ২৬ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট নিহত হয়েছেন।

মিডেনড্রোপ জানান, ডাচ তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

ক্যাপ্টেন ঘটনাস্থলেই মারা যান। ফার্স্ট লেফটেন্যান্টকে গুরুতর আহত অবস্থায় ফরাসি সামরিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মালিতে এমআইএনইউএসএমএর প্রায় ১১ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। এদের ৬৭০ জন নেদারল্যান্ডের সৈন্য।

২০১৩ সালে মালিতে মোতায়েনের পর শান্তিরক্ষী বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।– বাসস।