‘সরকার গণতন্ত্র মানে না’

SHARE
buluসরকার গণতন্ত্র মানে না এবং গণরায়ের পরোয়া করে না বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর সই করা এক বিবৃতিতে এ কথা বলা হয়।
সরকার গাজীপুর, সিলেট, রাজশাহীসহ অসংখ্য সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচিত মেয়র এবং উপজেলা চেয়ারম্যানদের নামে ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে আত্মগোপনে থাকতে বাধ্য করছে দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘এমন অপকৌশলের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত পাল্টে দেয়ার ফলে আজ সারা দেশের মানুষের কাছে এটা দিবালোকের মত স্পষ্ট হয়েছে যে বর্তমান ক্ষমতাসীন সরকার গণতন্ত্র মানে না, গণরায়ের পরোয়া করে না।’
আরো বলা হয়, ‘বিরোধী দল ও মতের নেতা-কর্মীদের খুন, গুম এবং মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানী করে সরকার চলমান আন্দোলনকে স্তব্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে- তা সফল হবার নয়।’
বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ‘নিখোঁজের’ ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কান্ডজ্ঞানহীন নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।
এছাড়া বিবৃতিতে ২০ দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে চলমান কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয়েছে।