কান চলচ্চিত্র উৎসবে রাকিব সরকার আমন্ত্রিত

SHARE

তরুণ চলচ্চিত্র গবেষক রাকিব সরকার ৬৮তম কান চলচ্চিত্র উৎসব- ২০১৫ তে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন। আগামী ১৩ মে ফ্রান্সের কান শহরে চলচ্চিত্রের এই বৃহত্তম সম্মেলন শুরু হবে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রতিবছর এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।

১৯৪৬ সাল থেকে প্রতি বছর ১২ দিনব্যাপী এই সম্মেলনটি সারাবিশ্বের নামকরা চলচ্চিত্র ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিণত হয়ে আসছে।

আমন্ত্রণ বিষয়ে রাকিব সরকার বলেন, “কানে আমন্ত্রণ পাওয়া চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য সৌভাগ্যের বিষয়। আমি উচ্ছ্বসিত। আমার মত একজন তরুণকে আমন্ত্রণ জানানোর জন্য কান কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমৃত্যু চলচ্চিত্র নিয়ে কাজ করতে এটি আমাকে অনুপ্রাণিত করবে।”

কর্মজীবনে তিনি একজন ব্যাংকার। পুরো নাম মো: রাকিবুল ইসলাম। ব্যাংকে যোগদানের আগে ছাত্রজীবন থেকে দীর্ঘ আট বছর তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। বর্তমানে চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে “সাহিত্যের চলচ্চিত্রায়ণ (Cinematizetion of Literature)” বিষয়ে পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে রয়েছেন। এছাড়াও তিনি নিয়মিত গল্প-কবিতা ও চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছেন।