বিবিসির ‘টপ গিয়ার’ উপস্থাপক ক্লার্কসন বরখাস্ত

SHARE

klarksonজনপ্রিয় টেলিভিশন শো ‘টপ গিয়ার’-এর উপস্থাপক জেরেমি ক্লার্কসনকে সাময়িক বরখাস্ত করেছে বিবিসি।

এক প্রযোজকের সঙ্গে ‘বিবাদের’ জের ধরে তাকে বরখাস্ত করা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

জেরেমির বরখাস্তের কারণে আগামী রোববার টপ গিয়ার সম্প্রচার করা হবে না বলে নিশ্চিত করেছে বিবিসি। তারা এর বেশি কিছু না বললেও ‘টপ গিয়ার’-এর চলতি সিরিজের তিনটি পর্ব সম্প্রচার করা নাও হতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্লার্কসন গত সপ্তাহে  ওই প্রযোজককে আঘাত করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

তবে ক্লার্কসন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তিনি কেবল রোববার গিয়ার শোর বদলে বিবিসিতে প্রচার হতে পারে এমন অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুক করেছেন। তার বরখাস্ত হওয়া নিয়ে ‘দ্য সান’ পত্রিকাকে জেরেমি বলেন, “আমি চমৎকার কোল্ড পিন্ট পান করছি আর ওটা ভুলে যাওয়ার অপেক্ষা করছি।”

৫৪ বছর বয়সী এই উপস্থাপককে বরখাস্তের পর বিবিসি এক বিবৃতিতে জানিয়েছিল, এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সূত্র: বিবিসি।